প্রতিষ্ঠাতা পরিচালকের ২৫ বছরের টেকনিক্যাল অভিজ্ঞতা এবং সফলভাবে অর্জিত জাতীয় ও আন্তর্জাতিক ট্রেনিং সমূহ….
(১) জার্মানির বিশ্ব বিখ্যাত নিটিং মেশিন প্রস্তুতকারী ব্র্যান্ড Terrot এর বিশেষ আমন্ত্রণে ২০১৯ সালে নিটিং এর সর্বাধুনিক প্রযুক্তি জ্যেকার্ড মেশিনের সফটওয়্যার এবং হার্ডওয়ারের উপর জার্মানে কেমনিটজ শহরে অবস্থিত এর নিজস্ব ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে বিশেষিত আন্তর্জাতিক ট্রেনিং সনদপ্রাপ্ত।
(২) জাপানের বিশ্ব বিখ্যাত নিটিং মেশিন প্রস্তুতকারী ব্র্যান্ড Fukuhara এর বিশেষ আমন্ত্রণে ২০১৮ সালে নিটিং এর সর্বাধুনিক প্রযুক্তি জ্যেকার্ড মেশিনের সফটওয়্যার এবং হার্ডওয়ারের উপর জাপানের কোবে শহরে অবস্থিত এর নিজস্ব ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট হতে বিশেষিত আন্তর্জাতিক ট্রেনিং সনদপ্রাপ্ত।
(৩) বিখ্যাত নিটিং মেশিন প্রস্তুতকারী ব্র্যান্ড SHIMA SHEIKE হতে SDS আপেক্স virtual design & sample making এর উপর ২০১৮ সালে বিশেষত ট্রেনিং সনদপ্রাপ্ত।
(৪) ২০১৬ সালে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স অধিদপ্তর কর্তৃক অগ্নি প্রতিরোধ এবং অগ্নি নির্বাপনে বিশেষিত ট্রেনিং প্রাপ্ত।
(৫) Bangladesh society for total quality management (BSTQM) আয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে নিজস্ব innovation প্রোজেক্ট এ ২০১৫ সালে টিম লিডার হিসেবে ভূমিকা পালন করেন।
(৬) Bangladesh Society for total quality management (BSTQM) কতৃক quality control circle (QCC) এর উপর ২০১৫ সালে বিশেষ ট্রেনিং প্রাপ্ত।
(৭)UNIDO এ আন্তর্জাতিক বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মেরি লুইজ ক্লটজ এর তত্ত্বাবধানে জার্মানির রাইন ওয়ান ইউনিভার্সিটি দ্বারা পরিচালিত টেক্সটাইল কোয়ালিটি ম্যানেজমেন্ট এবং টেক্সটাইল টেস্টিং এর উপর ২০১২ সালে বিশেষিত প্রশিক্ষণপ্রাপ্ত।