অনলাইন সফটওয়্যার সমূহ

কোড নাম্বার সফটওয়্যার নাম কাজের বর্ণনা ৩০ দিনের জন্য ফি ৩৬৫ দিনের জন্য ফি
S001 KBDS (Knit Boss design system) যে সকল ব্যক্তি শুধুমাত্র লুপ খুলতে পারে কিন্তু নিডেল এবং কেম অ্যারেঞ্জমেন্ট করতে পারে না অথবা করলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে তারা খুব সুন্দরভাবে এই সফটওয়্যারটির মাধ্যমে কেম এবং নিডেল অ্যারেঞ্জমেন্ট করে নিতে পারেন। এবং এই সফটওয়্যারটির বিশেষ গুণ হলো সর্বনিম্ন বাট দিয়ে সে ডিজাইন করে দেখায়। এবং আরো দেখাবে কোন বাটের কত পিস নিডেল লাগবে এবং কোন কেম কত পিস লাগবে। ১০,০০০/- ৯০,০০০/-
S002 KBWW (Knit Boss ward writing) যদি কেউ নরমাল মেশিনে কাপড়ে কোন লেখালেখি অথবা কোন চিহ্নের ডিজাইন করতে চান তাদের জন্য এই সফটওয়্যারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই সফটওয়্যারটি উপরে ড্রইং করলে দেখিয়ে দেবে নিডেল এবং কেম অ্যারেজমেন্ট কিভাবে হবে এবং কোন লুপটির কারণে নরমাল মেশিনে করা সম্ভব হচ্ছে না সেই লুপটি পরিবর্তন করে নরমাল মেশিনে করতে পারবেন। ১০,০০০/- ৯০,০০০/-
S003 KBASCC (Auto Stripe Colour Calculation) যাদের অটো স্টেপ মেশিন আছে কিন্তু মেশিনের ফিঙ্গার এর তুলনায় অধিক কালার ব্যবহার করতে পারেন না অথবা করতে গেলে অনেক সময় প্রয়োজন তাদের জন্য এই সফটওয়্যার টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন আপনার মেশিন ৪৮ ফিটার, ফিঙ্গার ৪ এর এর এখন বায়ার আপনাকে দিয়েছে সাত কালারের প্রোগ্রাম যার কালার অনুসারে কোর্স দিতে হবে A=80 B=8 A=8 C=22 D=40 E=15 A=40 D=20 F=30 A=30 B=8 A=10, F=18 D=10 A=20 G=30=389 কিন্তু আপনি এটি সমাধান করতে পারেন তাই এই ধরনের সমস্যার সমাধান এই সফটওয়্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৮,০০০/- ৭০,০০০/-