Knit boss কি?
Knit Boss এটি একটি টেক্সটাইলের নিটিং সেকশনের সমস্যা সমাধান ও স্কিল ডেভেলপমেন্টের একটি যুগান্তরকারী প্রতিষ্ঠান। এখানে সার্কুলার Knitting এর সকল সমস্যার সমাধান দেওয়া হয় এবং ট্রেনিংয়ের মাধ্যমে কর্মদক্ষতা বৃদ্ধি করা হয়।
কাদের জন্য knit boss?
যারা সার্কুলার Knitting সাথে কোন না কোন ভাবে জড়িত অথবা ভবিষ্যতের জড়িত হতে চান অথবা টেক্সটাইল ডিপ্লোমা ও টেক্সটাইল বিএসসি নিয়ে লেখাপড়া করিতেছেন বা করিতে চান। তাদের জন্য এই Knit Boss অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমাধান। কারন এই knit boss প্র্যাকটিক্যাল বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে ও সুন্দরভাবে ট্রেনিং করানো হয়। ট্রেনিং এর মাধ্যমে দক্ষতা অর্জন করে জীবনের মান উন্নত করতে পারে।
মালিকদের কি উপকারে আসবে?
ফ্যাক্টরি মালিকদের জন্য আরো অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ প্রতিযোগিতার মাঠে ব্যবসার টিকে থাকতে গেলে দক্ষ লোক প্রয়োজন কিন্তু দক্ষ লোক রাখতে গেলে প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করতে হয় অন্যদিকে দক্ষ লোক মার্কেটে পাওয়া যায় না যার কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। এ সকল সমস্যা সমাধান হিসেবে knit boss অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান থেকে ট্রেনিংয়ের মাধ্যমে মালিক তার কর্মচারীদেরকে দক্ষ করে তুলতে পারে অথবা দক্ষ লোক নিয়োগ না করেও কম টাকার বিনিময় সমস্যা সমাধান করতে পারে।
মেশিন বিক্রেতা কিভাবে উপকৃত হবে?
প্রতিযোগিতার মাঠে বর্তমানে মেশিন বিক্রেতা মার্জিন কমে যাওয়ার কারণে দক্ষ টেকনিশিয়ান রাখা সম্ভব হয় না। যার কারণে নতুন মেশিন সেটিং করতে অথবা আফটার সেল সার্ভিস নিয়ে নানা রকম সমস্যায় পড়তে হয়। তাই “নিট বস” থেকে সার্ভিস নিয়ে কম খরচে সকল প্রকার সমস্যার সমাধান করে প্রতিযোগিতার মাঠের টিকে থাকতে পারে।
নিট বস থেকে কেন সার্ভিস নিবেন?
আমাদের টিমের সকল সদস্য কমপক্ষে ১০ বছরের উপরে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা সম্পন্ন যেখানে ভুল ডিসিশন হওয়ার সম্ভাবনা খুবই কম।
কোন জটিল সমস্যা নিয়ে কাজ করলে আমরা টিম ওয়ার্ক কাজ করে থাকি তাতে খুব ভালো ডিসিশন গুলো উঠে আসে।
কোন সমস্যা কিভাবে সমাধান হয়েছে তা আমাদের ডাটা বেজে থাকে যার কারণে পরবর্তী কোনো সমস্যা হলে পুনরায় চেক করে পরবর্তী পদক্ষেপ নেওয় সহজ হয়।
প্রত্যেক ডিপার্টমেন্ট এর উপরে একের অধিক দক্ষ লোক আমাদের সাথে সংযুক্ত করা আছে যার কারণে দীর্ঘ সময় ধরে কোন ডিসিশন পেন্ডিং থাকবে না।
বাৎসরিক চুক্তিবদ্ধ হলে আপনাদের নিজস্ব জনবল কে ট্রেনিং এর মাধ্যমে দক্ষ করে তোলা এবং গ্রেডিং করে দেওয়া হয় যাতে করে আপনারা ভালো কর্মীকে ভালো মূল্যায়ন করতে পারেন এবং তাদের মাধ্যমে আপনাদের পরবর্তী উন্নয়ন ঘটাবেন।
আমরা মেশিন দীর্ঘস্থায়িত্ব এবং ফেব্রিক্স কোয়ালিটি প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি।
আমাদের সার্ভিস ভালো না লাগলে যে কোন সময় বাতিল করে দিতে পারেন যেখানে আপনার একজন কর্মচারী নিয়োগ করার পরে সহজে চাকুরিচ্যুত করতে পারেন না।
ডিপার্টমেন্ট অনুযায়ী লোক নিতে গেলে অনেক লোকের ও টাকার প্রয়োজন যেখানে এক প্লাটফর্মে সব সুযোগ সুবিধা পাচ্ছে কম অর্থের বিনিময় যাহা আপনার বিজনেস কে আরো লাভ করে দেবে।
আমরা প্রতিটি সমস্যাকে গবেষণার মাধ্যমে সমাধান করে থাকি, যেখানে বিভিন্ন রকমের টুলস ব্যবহার করা হয় যেমন, 5W1h, SMART, PDCA, Fishbone diagram, Brainstorming, Control Chart, ইত্যাদি, সমস্যা অনুযায়ী টুলস গুলোর ব্যবহার করে থাকে যার কারণে আমরা মূল কারণগুলো খুঁজে পাই এবং সমাধান দীর্ঘস্থায়ী হয়।
কোন কিছুই অসম্ভব বলে আমাদের মনে হয় না। যদি মানুষ পারে আমরাও পারবো ইনশাআল্লাহ এই মনোবল নিয়ে আমরা সব কিছুই করে থাকি। যদি কোন কারণ না হয় তাহলে তার কারণসহ ব্যাখ্যা দিয়ে সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়।